তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিজেপি ও সিপিআই এম ছেড়ে তৃণমূলে যোগদান করলো ১২৫ টি পরিবার। সোমবার বুদবুদের একটি রক্তদান শিবিরে তৃণমূলের ব্লক সভাপতির কাছে ওই ১২৫টি পরিবার তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে। সেই মতো তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গলসি এক নম্বর ব্লক সভাপতি জনার্ধন চ্যাটার্জি।
পাশাপাশি এদিন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও বুদবুদ ইউথ এর উদ্যোগে বুদবুদের একটি ম্যারেজ হলে সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গলসি ১নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্ধন চ্যাটার্জি, কোলকাতা হাই কোর্টের আইনজীবী কুন্তল ব্যানার্জি,দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সম্পাদক কাজল বোস,বুদবুদ ইউথ এর সদস্য অমিত ঘোষ,বাদল বাগদি,সেনাপতি বাগদি,স্বরূপ দত্ত সহ অন্যান্যরা।
এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন ৩২জন রক্তদাতা।উদ্যোক্তারা জানিয়েছেন করোনা আবহে রক্তের সংকট মেটাতে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেন। এলাকার মানুষ উৎসাহের সাথে এদিন রক্তদান শিবিরে রক্তদান করেছেন বলে জানিয়েছেন তারা।
