ওয়েব ডেস্ক:- বৃহস্পতিবার দুপুরেই মা হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)।শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়ায়। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। সোমবার দুপুরে তার খুদে ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন মা নুসরত জাহান।উল্লেখ্য, অভিনেত্রীর বিশেষ বন্ধু যশই (Yash) গাড়ি চালিয়ে নিয়ে এলেন মা আর সন্তানকে।হাসপাতাল থেকে নবজাতককে কোলে করে নিয়ে বেরলেন যশ খোদ।
তারপরই নুসরত গাড়িতে উঠলে তাঁর কোলে দিয়ে দেন সদ্যোজাতকে। এরপর নিজেই ড্রাইভ করে বাড়ির পথে রওনা হন যশ দাশগুপ্ত। প্রসঙ্গত, হাসপাতালে থাকাকালীন ছেলেকে নাকি চোখে হারাচ্ছিলেন নুসরত। খানিকক্ষণের জন্যও কাছছাড়া করেননি। একেবারে আগলে রেখেছিলেন নিজের কাছে। হাসপাতালের নার্সারিতে নয়, অভিনেত্রীর বেডেই ছিল নবজাতক।শেষমেশ সোমবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন সাংসদ-অভিনেত্রী।এখন শুধু নুসরত-পুত্রের মুখ দেখার অপেক্ষা।
