দুটি বিভাগের ঠিকা শ্রমিক মিলে প্রায় ১০০ জন শ্রমিক সকাল থেকেই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঠিকা শ্রমিক দের আন্দোলনের জেরে ভারত গ্যাস বটলিং প্লান্টের উৎপাদন বন্ধ ।
বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলো রাজবাঁধের ভারত গ্যাস বটলিং প্লান্টের শ্রমিকরা
August 30, 2021
0
Tags
