কাবুলের (Kabul)খোরশিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনের ২টি গাড়ি থেকে এই রকেট গুলি ছোড়া হয়েছিল বলে জানা গেছে ।মার্কিন ড্রোন হামলার পাল্টা জবাব দিতেই তালিবানরা সম্ভবত এই ঘটনা ঘটিয়েছে। তবে তালিবানদের পক্ষ সেবিষয়ে কোনও কথা বলা হয়নি।একাধিক রকেট কাবুল বিমানবন্দরকে টার্গেট করেই ছোড়া হয়েছিল বলে খবর। তবে বিমানবন্দরের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই বিস্ফোরণ এড়ানো গিয়েছে।
Third Footage- Rockets were fired through this vehicle toward Kabul airport pic.twitter.com/ACCe7IFANj
— Muslim Shirzad (@MuslimShirzad) August 30, 2021
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কাবুলের আকাশে বেশ কয়েকটি রকেটের আওয়াজ শোনা গিয়েছে। তবে, তা কোথা থেকে ছোঁড়া হচ্ছে সেই রকেট তা এখনও স্পষ্ট নয়। আফগানিস্তানের এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, ‘হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সকাল ৬.৪০ মিনিটে কাবুলের লাব-ই জার থেকে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে।’সোমবার সকাল থেকেই এমন পরিস্থিতিতে আতঙ্কিত কাবুলবাসী।
