ওয়েব ডেস্ক:-সোমবার সকালে টোকিও প্যারালিম্পিক্স থেকে একের পর এক পদক আসছে ভারতের। সকালে একটি সোনা ও রুপোর পর এবার জ্যাভলিন থ্রো-তে এল রুপো ও ব্রোঞ্জ। জ্যাভলিন ক্লাস এফ ৪৬ ইভেন্টে রুপো জিতেছেন ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia)। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং (Sundar Singh)।
দেবেন্দ্র প্রথম প্রয়াসে ৬২.৫৮। তৃতীয় প্রয়াসে ৬৪.৩৫ মিটার ছুঁড়ে নিজের রেকর্ড ভেঙে দেন । তবে দ্বিতীয় স্থানেই থাকতে হয় তাঁকে। চতুর্থ ও পঞ্চম থ্রোয়ে ফাউল করে বসেন দেবেন্দ্র। ষষ্ট প্রয়াসে ৬১.২৩ মিটার ছুঁড়লেও নিজের দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হন দেবেন্দ্র।
🔥Devendra Jhajharia grabs #Silver and Sundar Singh Gurjar claims #Bronze as India dominate the podium in the Men's Javelin Throw F46 Final taking India's tally to 7 pic.twitter.com/7psG5e7p82
— Doordarshan Sports (@ddsportschannel) August 30, 2021
আরো পড়ুন:- টোকিয়ো প্যারালিম্পিক্সে এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন ভারতের অবনী লেখারা
অন্যদিকে সুন্দর সিং গুরাজার পঞ্চম প্রয়াসে ৬৪.০১ মিটার ছুঁড়ে তৃতীয় স্থান দখল করেন । টোকিওয় জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস রচনা করেছিলেন নীরজ চোপড়া। প্যারালিম্পিক্সেও জ্যাভলিন থ্রো-তে ভারতীয়দের খালি হাতে ফেরালো না।এই জোড়া পদকের ফলে এখনও অবধি এবারের প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল সাতে।
