নিজস্ব প্রতিনিধি:- কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ববর্ধমানের রায়নার বেলসর উপ স্বাস্থ্যকেন্দ্র। উপস্বাস্থ্য কেন্দ্রের চারিপাশে প্রায় দুশো মিটার এলাকা জলের তলায়। দক্ষিণ দামোদর এলাকার হিজলনা অঞ্চলের সতেরোটি গ্রাম নিয়ে হিজলনা পঞ্চায়েত। এই সতেরোটি গ্রামের বাসিন্দারা ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল।
কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় জল জমে যাওয়ায় ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী কেউই আসতে পারছেন না স্বাস্থ্যকেন্দ্রে। ফলে এই সময়ের মধ্যে স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হলে তাদের দামোদর নদী পেরিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বর্ধমান হাসপাতালে যেতে হবে। জল নিকাশির সমস্যার জন্যই এই পরিস্থিতি বলে জানালেন গ্রামবাসীরা।
এছাড়াও বর্ষার জল জমে যাওয়ায় কয়েক হাজার বিঘা চাষের জমি এখন জলের তলায়। টানা বেশ কয়েকদিন জল জমে থাকায় যেসব চাষি ইতিমধ্যেই ধান রুয়ে ফেলেছেন, তাদের রোয়া ধান নষ্ট হয়েছে। জল শুকিয়ে গেলেও এই সব জমিতে ধান রুইতে সমস্যা হবে বলে জানাচ্ছেন চাষিরা। এছাড়াও, এলাকার বেশ কিছু বাড়িঘর এই মুহুর্তে জলের তলায়। জলবন্দী মানুষজন স্থানীয় স্কুল এবং ক্লাব ঘরে আশ্রয় নিয়েছে। এলাকাবাসীরা চাইছেন সরকার দ্রুত তাদের সমস্যার দিকে নজর দিয়ে তাদের সহযোগিতা করুক।