সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- শনিবার পাণ্ডবেশ্বরের অজয় নদে তে স্নান করতে নেমে তলিয়ে যায় এক যুবক । ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দিরের নিকট অজয়ের নদীঘাটে। যুবকের নাম ধর্মেন্দ্রর ঠাকুর বয়স আনুমানিক ১৯ বছর । যুবকের বাড়ি পাণ্ডবেশ্বর থানার রামনগর দু নম্বর এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় গতকাল তিন বন্ধু মিলে দুপুরে অজয় নদীতে স্নান করতে আসে । নদীতে স্নান করতে নেমে এক বন্ধু নদীতে তলিয়ে গেলে বাকিরা বাঁচাবার চেষ্টা করেও বিফল হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় ।
গতকাল থেকে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় তল্লাশির পরে আজ সকাল থেকেই ফের শুরু হয় উদ্ধারকার্য, উদ্ধারকাজে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের দল । দীর্ঘ আঠারো ঘণ্টা পর উদ্ধার হয় পাণ্ডবেশ্বরে অজয় নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃত দেহ ।