তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে মদের বোতল সহ গ্রেফতার দু'জন। কাঁকসা ব্লকের দুটি এলাকা থেকে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে দু'জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। কাঁকসার জাট গড়িয়া এলাকা থেকে দয়াময় দাস নামে এক ব্যক্তির কাছ থেকে দেশী ও বিদেশী মদের ৩৮ টি বেআইনি মদের বোতল সহ দয়াময় দাস কে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ।
অপরদিকে কাঁকসার বাঁশকোপা থেকে ২২টি দেশী মদের বোতল সহ কান্তা মন্ডল নামের এক ব্যক্তি কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এলাকা থেকে বার বার ওই দুই ব্যক্তির নামে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ আসছিলো।অভিযোগ পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে দুটি এলাকা থেকে বেআইনি মদের বোতল সহ দুই জনকে গ্রেফতার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।