Type Here to Get Search Results !

পুলিশী হেফাজতে মৃত্যুর ঘটনার সরজমিনে তদন্ত করতে বারাকরে এলেন সি আই ডির তিন সদস্যের দল,কথা বললেন পীড়িত পরিবারের সঙ্গে


নীলেশ দাস,আসানসোল:- গত ৬ ই জুলাই আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়িতে পুলিশী হেফাজতে মহম্মদ আরমান আনসারী নামে এক যুবকের মৃত্যু হয় । সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় বরাকর ফাঁড়ি ও স্টেশন রোড এলাকা । ফাঁড়িকে লক্ষ করে চলে ইটবৃষ্টি। পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি ওই ঘটনায় ৫ পুলিশ আধিকারিক সহ ৫ সিভিক ভলেন্টিয়ার্স কেও সাসপেন্ড করা হয়। আর সঙ্গে সঙ্গে তদন্তভার বর্তায় সিআইডির ওপর। কিছুদিন পরই পীড়িত পরিবারের সঙ্গে কথা বলতে পৌঁছায় সিআইডির তদন্তকারী আধিকারিকরা। 

তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এবং আসল ঘটনা কি জানতে আবার শনিবার সকালে সিআইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছায় কুলটি থানার বরাকর পুলিশ ফাঁড়িতে। সি আই ডি ইন্সপেক্টর অরূপ কুমার সেন সহ তিন সদস্যের  দল পৌঁছে মৃত মহম্মদ আরমান আনসারীর পরিবারের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলেন বলে জানা যায়। মৃত যুবক আরমান এর পরিবারের আশা নিশ্চয় সঠিক তদন্ত হবে,এই আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারাও।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad