Type Here to Get Search Results !

রূপনারায়ানপুর পুলিশের বড়ো সাফল্য


নীলেশ দাস,আসানসোল:- রূপনারায়ানপুর পুলিশ বড়ো সাফল্য অর্জন করলো।সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকায় বেশ কয়েকদিন ধরে নানা রকম চুরির ঘটনা বেড়েই চলেছিলো। রূপনারায়ানপুর এলাকার বিভিন্ন পরিত্যাক্ত আবাসন এবং যারা বাড়ি বন্ধ করে বাইরে যেত বিভিন্ন কাজে তাদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটাতো। সেই চুরির ঘটনার অভিযোগ উঠে আসছিলো অনেক দিন ধরে। 

প্রায় দেড় বছর থেকে এইসকল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। অবশেষে বড়ো একটি চোরের চক্র প্রকাশ্যে আসে।পুলিশ সূত্রে জানা যায়  যে বহুদিনের চেষ্টায় চোরা কারবারি চক্রের চন্দন রুদ্র ও এস কে রাজ কুমার নামের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। দুজনেই সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা বলে জানা যায়। 

ধৃতরা বেশির ভাগই বন্ধ বাড়িতে তালা ভেঙে বাড়ির গহনা ও নগদ টাকা সহ বাড়ির জানালা থেকে মােবাইল চুরি, আবার কখনো রাস্তায় একা মহিলাদের গলা থেকে হার ছিনতাই করতো। এই ঘটনা চাউড় হতেই  সালানপুর থানার রূপনারায়ানপুর ফাড়ির পুলিশ বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি বিশেষ দল তৈরি করে। সেই দুষ্কৃতিদের দলকে ধরার জন্য চেষ্টা চালায়। 

তবে তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে যার মধ্যে একটি এলসিডি টিভি,একটি গিটার,দুটি হোম থিয়েটার,একটি সিসিটিভি ডিভিয়ার,দুটি ল্যাপ টপ,আটটি এন্ড্রোয়েড মোবাইল  একটি টুলুপাম্প,কিছু বাসনপত্র ও একটি স্প্রে মেশিন সহ দুটি সোনার বালা,তিনটি গলার সোনার চেন,একটি আংটি ও কানের সোনার গহনা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের তদন্তকারী দল।

২৫ জুলাই ধৃত দু'জনকে আসানসােল আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশী হেফাজতে আবেদন করার পর। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে এই সকল চুরি যাওয়া জিনিসপত্রের খোঁজ পায়। তারা জানায় এগুলি তারা বিভিন্ন বন্ধ ঘর থেকে চুরি করে, জেমারি ও আশেপাশের এলাকায় অত্যন্ত অল্প দামে বিক্রি করে দিতাে।তাদের দুইজনের বিরুদ্ধে U/S 380 IPC ধারা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে এদের সাথে আরো কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করছে পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad