সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সফলতা বারে বারে এসেছে । কয়েকদিন আগেই অন্ডাল থানার পুলিশ গাঁজা ও ব্রাউন সুগার সমেত আটক করে গাঁজা ব্যবসায়ীদের ।
পুলিশ সূত্রের খবর গতকাল রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল পাণ্ডবেশ্বরের খোঁটাডিহি এলাকায় । সেই সময় ওই এলাকার একটা জঙ্গলে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে । তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটা দেশি কার্বাইন ও দু রাউন্ড গুলি । ধৃত ব্যক্তির বাড়ি পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর এলাকায় বলে সূত্রের খবর । ধৃত ব্যক্তির নাম সুনীল পাসোয়ান বলে জানা যায়।
আজ ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশের তরফে জানানো হয় এবং মহামান্য আদালতের কাছে তাঁকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশের অনুমান পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতের কাছ থেকে আরও অনেক কিছু তথ্য পাওয়া যেতে পারে। এই আগ্নেয়াস্ত্র সে কোথায় নিয়ে যাচ্ছিল ? কোথা থেকে নিয়েছে ? কী করবার জন্য নিয়েছিল ? সম্পূর্ণ বিষয়ের ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।