কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঁকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বর্ধমান শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। শহরের ৯,১০,১১,১৯, ২৩ ও ২৫নং ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডের বাঁকা সংলগ্ন এলাকার বাড়িঘর এখন জলের তলায়। ঘরে জল থাকায় ঐসকল পরিবারগুলি এখন স্থানীয় ক্লাব বা স্কুলে আশ্রয় নিয়েছে। থাকার সাথে সাথে খাবারও সমস্যা হচ্ছে তাদের।
শহরের ১১ নং ওয়ার্ডের বাঁকা নদী সংলগ্ন বিধানপল্লী এলাকার মানুষদেরও একই সমস্যার মধ্যে পরতে হয়েছে। তাদের খাওয়া দাওয়ার সমস্যার সমাধানে এগিয়ে এল স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এলাকার জল সংকটে পরা মানুষজনের জন্য খাবারের ব্যবস্থা করল তারা। স্থানীয় তৃণমূল নেতা বাবু সাউ জানালেন,বাঁকার জল বেরে যাওয়ায় অনেককেই স্কুল-ক্লাবে আশ্রয় নিয়েছে। তাদের পাশে তৃণমূল কর্মীরা আছে। তাদের খাবারের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য দলের পক্ষ থেকে দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। যতদিন এই জল সমস্যা থাকবে ততদিন এই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন বাবু সাউ।