নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস নেমে গেল নয়ানজুলিতে।দুর্ঘটনায় পাঁচ জন যাত্রী জখম হয়।সোমবার সাতসকালে পূর্ব বর্ধমানেরর ভাতারের আলিনগরে দুর্ঘটনাটি ঘটে । যাত্রীবোঝাই বাসটি নতুনহাট থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। আলিনগর মসজিদ তালার কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়।
বাসের যাত্রীদের দাবি বাসটির যথেষ্ট গতি ছিল। যার জেরে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় দুজন মহিলা সহ মোট পাঁচ জন জখম হন। তাদেরকে স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ উদ্ধার করে ভাতার ব্লক হসপিটালে নিয়ে যায়। এই দুর্ঘটনার ফলে বাদশাহী রোড অনেকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। ভাতার থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করে ।