নিজস্ব প্রতিনিধি:- বড়সড় দুরঘর্টনার হাত থেকে রক্ষা পেলো ব্যবসায়ীরা।আস্ত দোতালা বাড়ির একাংশ ভেঙে পড়লো হুড়মুড়িয়ে। রবিবার গভীররাতে বর্ধমান শহরের (Bardhaman) তেঁতুলতলা বাজারের চৌমাথায় একটি পুরনো দোতালা বাড়ির একাংশ ভেঙে পড়ে।এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।প্রতিদিন হাজার হাজার মানুষ এই তেঁতুলতলা বাজারে বাজার করতে যান।সবজী ও মাছের পাইকারি বাজারও বসে।এই বাড়ির নিচে বাজারে মানুষজন যাতায়াত করে।পাশেই আছে হাইভোল্টেজের ট্রান্সফার্মার।
বাড়ির মালিক আনিসুর রহমান বলেন, একবছর হলো বাড়িটা কিনেছি। রিপিয়ারিং করে বসবাস করছিলাম। বাড়িটি ১০০ বছরের বেশী পুরনো। রাতে আমি যখন খাবার,খেয়ে রাস্তায় পায়চারী করছিলাম তখনই হঠাৎ করেই একটি আওয়াজ শুনতে পাই। দেখি হুড়মুড় করে ভেঙে পড়ছে বাড়িটি।তিনি আরও বলেন বাড়িতে লোকজন ছিলোনা। সবাই বাইরে গিয়েছে। বাড়ির ভিতর ব্যবসার মালপত্র রাখা ছিলো। সব মালপত্র বাড়ির নিচে চাপা পরে গিয়েছে।তিনি বলেন এটা যদি দিনের বেলায় হত তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত,অনেক মানুষের ক্ষতি হয়ে যেত।