এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব শক্তির পক্ষ থেকে বরুণ তেওয়ারি,বিশিষ্ট সমাজসেবী যদুনাথ রায়।এই প্রসঙ্গে সমাজসেবী যদুনাথ রায় বলেন বারাবনি বিধানসভায় যুব শক্তি সর্বত্র মানুষের সেবার জন্য এগিয়ে রয়েছে,বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে যুব শক্তির টিম বারাবনি বিধানসভা অঞ্চলে প্রচুর কাজ করছে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দোমাহানি গ্রাম পঞ্চায়েতের সদস্য গোলাম মোর্তোজা,লোটন কর্মকার, ছোটন কর্মকার সহ যুবশক্তির সমস্ত সদস্যরা।
যুব শক্তির পক্ষ থেকে ১০০ জন গরিব অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল বারাবনিতে
August 01, 2021
0
Tags