Type Here to Get Search Results !

চিত্তরঞ্জন ইষ্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন



নীলেশ দাস , আসানসোল :- রক্তের  সংকটকে দুর করতে  চিত্তরঞ্জন ইষ্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে ইষ্ট বেঙ্গল ক্লাবের ১০২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন চিত্তরঞ্জন সেল্ফলেস সার্ভিস সমিতির ভলেন্টারি ব্লাড ডোনারের সহযোগিতায় চিত্তরঞ্জন এরিয়া-৬ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। 

ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবল তরুণ দে এবং একই সাথে বিশিষ্ট ক্রিকেটার স্বর্গীয় ফাল্গুনী মজুমদারের প্রতিকৃতিতে অনুজিৎ মজুমদার মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন।তাছাড়া এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৯৮৬ এর ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক এবং ১৯৮৭ সালের ইন্ডিয়ান টিম অধিনায়ক তরুণ দে,চিত্তরঞ্জনের প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুবোধ কুমার, চিত্তরঞ্জন লোকমেটিভের ফুটবলার গুরপিত সিং,চিত্তরঞ্জনের প্রাক্তন ফুটবলার বিমল পাড়িয়া সহ বিশেষ অতিথিদের ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক ও মোমেন্ট দিয়ে সম্মানিত করা হয় । 

আরো পড়ুন :-

এই রক্তদান শিবিরের মহিলা সহ মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে ক্লাব কর্তৃপক্ষ জানান। ক্লাব সম্পাদক অঙ্কুর চ‍্যাটার্জী জানান ক্লাবের ১০২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন হাসপাতালের ব্লাড ব্যাংকের ঘাটতি পূরণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।করােনা পরিস্থিতিতে এবার তাদের রক্তদান শিবিরে ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য রয়েছে।এদিনের রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালে পাঠানাে হবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দিনে বড় ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবির করা হবে বলেও তিনি জানান। এছাড়াও তিনি বলেন আমাদের এই সংস্থার তরফে বিভিন্ন সমাজসেবী মূলক কাজ করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সভাপতি দীপঙ্কর মিত্র সহ সম্পাদক অঙ্কুর চ্যাটার্জি,কোষাধ্যক্ষ অনির্বান ঘোষ,সঞ্চালনায় সুব্রত দাস,উত্তম ধর,সুদীপ্ত পাল,মিঠুন দাস,সুদীপ্ত দে,নন্দন সিং, সঞ্জিত মজুমদার,জয়দীপ দে সহ সকল সদস্য বৃন্দ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad