নীলেশ দাস, আসানসোল:-অবশেষ বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস বহু প্রতীক্ষিত জেলার সাংগঠনিক পদ ঘোষণা করেছে। যুব সমাজের হাতে ব্যাটন তুলে দিয়েছে দল। কুলটির তৃণমূলের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জিকে, পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান করা হয়েছে তাকে।
পাশাপাশি বারবনি বিধায়ক বিধান উপাধ্যায়কে তৃণমূল জেলা সভাপতি করা হয়েছে। অন্যদিকে আইএনটিটিইউসির চেয়ারম্যান করা হয়েছে অভিজিৎ ঘটককে। ভি. শিবদাসন দাশুকে তৃণমূল রাজ্য সম্পাদক ছাড়াও আসানসোল পৌরনিগম টাউন কনভেনার করা হয়েছে।
অন্যদিকে মৃগেন্দ্রনাথ পালকে দুর্গাপুর টাউন কনভেনার করা হয়েছে। পাশাপাশি একইসঙ্গে কৌশিক মন্ডলকে যুব তৃণমূল জেলা সভাপতি,এবং মিনতী হাজরাকে মহিলা তৃণমূল জেলা সভাপতি করা হয়েছে। আরেকদিকে রূপেশ যাদবকে রানিগঞ্জ ব্লক সভাপতি করা হয়েছে বলে জানা গিয়েছে।