পরিদর্শন করতে এসে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন সাধারণ মানুষ খুব খুশি,লক্ষীর ভান্ডার প্রকল্পে দ্বারা যারা জেনারেল কাস্ট আছে তারা ৫০০টাকা ও যারা এস.সি,এস.টি রয়েছে তারা সবাই ১ হাজার টাকা অনুদান পাবেন।নির্বাচনে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের উদ্বোধন করেন তখন বাকি রাজনৈতিক দল গুলি বলছিলো এটা নির্বাচনে জিতার রাজনীতি,কিন্তু তিনি কথা দিয়ে ছিলেন পুনরায় জয়ের পর দুয়ারে সরকার প্রকল্প করা হবে।
তিনি প্রমান করে দিলেন তিনি যা বলেন তাই করেন।আমাদের সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতে তিন দিন করে এই ক্যাম্প বসবে তাই আজ সমস্ত রাজ্যের মানুষ খুশি। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান,সালানপুর বিডিও অদিতি বসু,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং, গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিম মিঞা সহ আরো অনেকে।