তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ১৯৪৬ সালের ১৬ ই আগস্ট কোলকাতার বুকে গন হত্যা হয়েছিল সেই ঘটনার প্রতিবাদে কাঁকসা ব্লকের বিজেপি কর্মী সমর্থকরা সোমবার বিকালে পনাগড় স্টেশনের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়।
এদিন বিক্ষোভে সামিল হন কাঁকসা দু নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি,বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা সহ অন্যান্যরা।
বিজেপি নেতা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন ১৯৪৬ সালে আজকের দিনে কোলকাতায় যে গণ হত্যা হয়েছিলো সেই ঘটনার প্রতিবাদে আজকে তারা প্রতিবাদ জানাচ্ছেন।পাশাপাশি বলেন আজকের দিনে যখন বিজেপি পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করছে সেই দিনে তৃণমূল খেলা হবে দিবস করছে এটা অত্যন্ত নিন্দনীয়।