নীলেশ দাস, আসানসোল:-খনিগর্ভে দুর্ঘটনায় মৃত্যু ইসিএলের সিনিয়ার অভারম্যানের। ঘটনাটি ঘটে সোদপুর এরিয়ার ধেমোমেন কোলিয়ারিতে। সোমবার সকালে ইসিএলের সিনিয়ার অভারম্যান সঞ্জয় মাজি কোলিয়ারিতে নেমেছিল পর্যবেক্ষণ করার জন্যে।হটাৎ পর্যবেক্ষণ করার সময় খনির চাঙ্গড় ধসে মৃত্যু হয় বলে সূত্রের খবর। যদিও সেইসময় ইসিএলের খনি কর্মীরা তাকে উদ্ধার করে ইসিএলের কাল্লা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ধেমোমেন কোলিয়ারি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।