নীলেশ দাস, আসানসোল:- বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচিতে খেলা হবে দিবস কে কটাক্ষ। 'আসানসোলের রাস্তায় ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন তো দূরের কথা লুডো খেলতেও পথে নামেনি বাচ্চারা' বলে মন্তব্য করলেন বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি। সোমবার বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি চলে রাজ্যজুড়ে। পাশাপাশি আসানসোলেও এই কর্মসূচি নেওয়া হয় বিজেপির উদ্যোগে। এদিনের কর্মসূচিতে একটি মিছিল করে বিজেপি সমর্থকরা। গির্জা মোড় থেকে শুরু করে আসানসোল পৌর নিগমে শেষ হয়।
উল্লেখ্য ,রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাস। ভ্যাকসিন দুর্নীতি। মহিলাদের নিরাপত্তার দাবি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বাঁচাও ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর তারই অঙ্গ হিসাবে সোমবার আসানসোলের গির্জা মোড় থেকে আসানসোল পৌর নিগম পর্যন্ত মিছিল করলো বিজেপি কর্মী সমর্থকেরা। আর বিজেপির এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
এদিনের কর্মসূচি থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন 'লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় বাংলার সব মহিলাদের আনা উচিত সরকারের, সেক্ষেত্রে দল, মত ধর্ম, বর্ণ না দেখেই তা করা উচিত।' পাশাপাশি তিনি বলেন 'খেলা দিবসে আসানসোলের রাস্তায় ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন তো দূরের কথা লুডো খেলতেও পথে নামেনি বাচ্চারা। কারণ আসানসোল বাসী খেলা হবের বিরুদ্ধে'।
অন্যদিকে কুলটির বিধায়ক অজয় পোদ্দার এদিন বলেন ' এই খেলা দিবসের তীব্র বিরোধিতা করছে তারা। কারণ ১৯৪৬ সালের ১৬ আগস্ট দ্যা ক্যালকাটা কিলিং নামক যে হত্যা কান্ড হয়েছিল যাতে বাংলার বহু মানুষকে হত্যা করা হয়েছিল। আর সেই দিনেই খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করার আমরা তীব্র বিরোধিতা করছি।
পাশাপাশি ত্রিপুরা প্রসঙ্গে এদিন তিনি সাংবাদিকদের বলেন ওখানে যা হচ্ছে তা 'তৃণমূলের নিজেদের সাজানো ঘটনা'। অন্যদিকে আসানসোল জেলার বিজেপি আহ্বায়ক শিবরাম বর্মণ বলেন ১৯৪৬ সালে যে দিন কোলকাতায় হত্যা কান্ড ঘটেছিল সেই দিনেই তারা খেলা হবে দিবস হিসেবে পালন করছে। এটা আসলে গণতন্ত্রর লজ্জা। আর তাই আজ আমরা রাজ্য জুড়ে সেই খেলা হবে দিবসের বিরোধীতা করে পশ্চিমবঙ্গ বাঁচাও গণতন্ত্র বাঁচাও দিবস পালন করছি।
যার মধ্যে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক অজয় পোদ্দার,বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি,কৃষ্ণেন্দু মুখার্জি,আসানসোল জেলার আহ্বায়ক শিবরাম বর্মন,শঙ্কর চৌধুরী, ভীগু ঠাকুর,মহিলা মোর্চার কর্মী সহ বিজেপি অন্যান্য কর্মী সমর্থকরা।