নীলেশ দাস, আসানসোল:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকের ১৬ই আগস্ট দিনটি রাজ্য জুড়ে খেলা হবে দিবস হিসেবে পালিত হচ্ছে।আর তাই জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের উদ্যোগে হিন্দুস্থান কেবলসের দুই নম্বর দুর্গাপূজা মাঠে ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে পালিত হল খেলা দিবস।এছাড়াও এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক বিধান উপাধ্যায়।
এদিন তিনি এই খেলার উদ্বোধন করেন।তার পাশাপাশি নির্বাচনে তৃতীয় বারের জন্য বিধায়ক হবার জন্য তাকে সম্মানিত করা হয় জিৎপুর উত্তরামপুর তৃণমূল কংগ্রেস ও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।এদিন বিধায়ক নিজে ফুটবল খেলে খেলা হবে দিবসের দিন ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন। এক দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের দূর-দূরান্ত থেকে বহু দল অংশ গ্রহন করে।
বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং,জিৎপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী,উপপ্রধান বন্দনা মন্ডল,সদস্য অপর্ণা রায়, যুব সম্পাদক তথা গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত মোদক,প্রদীপ পন্ডিত সহ অনেক।