কাঁকসা থানা কমিটির ক্ষেতমজুর ইউনিয়নের সদস্য সুভাষ সাহা বলেন তারা শিল্পের বিরোধী নন। শিল্প হোক সেটা তারাও চান। তবে যে সমস্ত বর্গাদার ও ক্ষেতমজুর এখনও ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণ না দিয়ে কেনো শিল্প করা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। পোস্টারে তারা দাবি রেখেছেন সরকারি চুক্তি মত প্রত্যেক জমিদাতা কে এক কাঠা করে জমি দিতে হবে।
যে সমস্ত ক্ষেত মজুর এবং বর্গাদার দের ক্ষতিপূরণ দিয়ে শিল্প স্থাপন, যে সমস্ত জমি দাতা ও ক্ষেত মজুর দের কাজের ব্যবস্থা হয়নি তাদের জন্য কাজের ব্যবস্থার দাবি সহ গ্রামের জল নিকাশি ব্যবস্থা করে শিল্প স্থাপন করার দাবি জানিয়েছেন তারা পোস্টারে।এছাড়াও এদিন কাঁকসার বিভিন্ন প্রান্তে লিফলেট বিলি করা হয় বাম ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে।
