তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- পানাগড় থেকে বীরভূম যাওয়ার পথে কাঁকসার ধোবারু বাস স্ট্যান্ডের কাছে বাইক থেকে পরে গিয়ে মৃত্যু হলো এক মহিলার।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। মৃতার নাম মৌমিতা মিত্র বাড়ি বীরভূমের হেতমপুরে।খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে খবর মৃতা নিজের স্বামীর সাথে দুর্গাপুর থেকে ডাক্তার দেখিয়ে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে বীরভূমে বাড়ি ফিরছিলেন।কাঁকসার ধোবারুর কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে গর্তে মোটর সাইকেলের চাকা পড়তেই বাইক থেকে ওই মহিলা পড়ে যান। ঘটনাস্থলেই লরি চাপা পড়ে মৃত্যু হয় মহিলার।মঙ্গলবার মহিলার মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
অপর দিকে কাঁকসার গোপালপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মৃত ব্যক্তির নাম স্বপন মাল(৪৬) কাঁকসার গোপালপুরের বাসিন্দা।পরিবারের সদস্যরা জানিয়েছেন। মৃত স্বপন মাল পেশায় দিন মজুর।
মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর কাঁকসার গোপালপুর এলাকার একটি বেসরকারি কারখানার পরিত্যক্ত এলাকায় তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার মানুষ। এলাকার মানুষ পরিবারের সদস্যদের খবর দিলে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
