পাশাপাশি খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা দেবাশীষ মজুমদার জানিয়েছেন পানাগড় শিল্পতালুকে শিল্পের প্রসার ঘটলে বেকার যুবকরা কাজ পাবে।বেকারত্ব কমবে এলাকায়।একই সাথে পানাগড় শিল্প তালুকে কর্মসংস্থান হলে শিল্পের পাশাপাশি পানাগড় ও কাঁকসা জুড়ে আর্থিক উন্নতি ঘটবে।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্শি জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন। তবে এলাকায় কারখানা উদ্বোধন হলে বহু বেকার যুবকদের কাজের ব্যাবস্থা হবে। এলাকা থেকে বেকার সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা তার।
