Type Here to Get Search Results !

কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছে পানাগড় ও কাঁকসার বেকার যুবকরা


তনুশ্রী চৌধুরী, পানাগর:-
বুধবার দুপুর নাগাদ পানাগড় শিল্পতালুকে (Panagarh Industrial Hub)একটি বেসরকারি কারখানার শিলান্যাশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি কারখানার শিলান্যাশ করার খবরে সমগ্র পানাগড় ও কাঁকসা জুড়ে বেকার যুবকরা কাজ পাওয়ার আশায় বুক বেঁধেছে। 

পাশাপাশি খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা দেবাশীষ মজুমদার জানিয়েছেন পানাগড় শিল্পতালুকে শিল্পের প্রসার ঘটলে বেকার যুবকরা কাজ পাবে।বেকারত্ব কমবে এলাকায়।একই সাথে পানাগড় শিল্প তালুকে কর্মসংস্থান হলে শিল্পের পাশাপাশি পানাগড় ও কাঁকসা জুড়ে আর্থিক উন্নতি ঘটবে।

কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্শি জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন। তবে এলাকায় কারখানা উদ্বোধন হলে বহু বেকার যুবকদের কাজের ব্যাবস্থা হবে। এলাকা থেকে বেকার সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা তার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad