নীলেশ দাস,আসানসোল:- আসানসোল পৌরনিগমে নব নিযুক্ত প্রশাসক বোর্ডের সদস্যরা দায়িত্বভার গ্রহণ করলেন। শুক্রবার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির উপস্থিতিতে এই দায়িত্ব গ্রহণ করেছেন।শুক্রবার আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বাসু ও মানস দাস দায়িত্ব গ্রহণ করেছেন।
এর পাশাপাশি প্রশাসক বোর্ডের সদস্য হিসেবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক চন্দ্রশেখর কুন্ডু দায়িত্ব ভার গ্রহণ করেছেন। এদিন পৌরনিগমের নব নিযুক্ত প্রশাসক বোর্ডের নতুন সদস্যদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি।
অন্যদিকে আসানসোলের বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজের শিক্ষক তথা সমাজসেবী চন্দ্রশেখর কুন্ডুকে প্রশ্ন করা হলে তিনি জানান,অবশ্যই যেরকম কাজ করে থাকি,সেটা খুব ছোট বৃত্তেই করে থাকি। সেই কাজটা আরো বড়ো করে করতে পারবো,তার জন্যে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্যের আইন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক। অবশ্যই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারা এই সুযোগ করে দিয়েছে।
যাতে আমরা আরো বৃহত্তর ভাবে কাজ করতে পারবো। সমাজসেবা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আরো বলেন,সমাজসেবা আমরা করেই থাকি,তবে কোনো বড়ো ব্যাপার নয়। তবে এবার থেকে আরো বড়ো ভাবে সমাজসেবা করতে পারবো। পাশাপাশি পৌর প্রশাসক বোর্ডে থেকে কাজ করা নতুন অভিজ্ঞতা বলে মনে করেন চন্দ্রশেখর বাবু।