নীলেশ দাস,আসানসোল:-রাজ্য জুড়ে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ বারেবার আসছিল বিজেপি নেতৃত্বদের। আর এবার মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে শুক্রবার আসানসোলের হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব।
আর বিজেপির এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন আসানসোল জেলা বিজেপির কনভেনর শিবরাম বর্মণ, বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জী, ভিগু ঠাকুর সহ বহু বিজেপি কর্মী সমর্থক। এদিন বিক্ষোভরত বিজেপি নেতাদের অভিযোগ গতকাল বৃহস্পতিবার রাতে বিনা নোটিশে তাদের তিন কর্মী সমর্থককে থানায় ধরে এনেছে পুলিশ।
আরো পড়ুন:- আসানসোল পৌরনিগমে নব নিযুক্ত প্রশাসক বোর্ডের সদস্যরা দায়িত্বভার গ্রহণ করলেন
আর এই অভিযোগ তুলে এদিন তারা আসানসোলের হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখায়। পাশাপাশি এদিন বিজেপি নেতারা আরো অভিযোগ করে কোন রকম কাগজ না দেখিয়ে এই তিন জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি বলেও এদিন অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।এদিকে সূত্রের খবর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ধৃত তিন বিজেপি কর্মী রাজিব সাহা, কৌশিক ও বসন্ত রায়কে শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলে পুলিশ।