নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি বিভাগের হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু। মৃত ছাত্রের নাম শেখ মোবারক হোসেন। বাড়ি নাদনঘাটে। গতকাল রাত আড়াইটে নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজের ৩ নম্বর বয়েজ হস্টেলের পিছন থেকে ওই হাউজ স্টাফ ছাত্রের রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে জানা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঝাঁপ দিয়ে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
তার বাবা শেখ হাফিজুল ইসলাম জানিয়েছেন, তাদের জানান হয়েছিল ছেলে সিরিয়াস অবস্থা।এসে দেখেন মৃত।তাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে।এ মাসের ১৫ আগস্ট কাউন্সেলিং এর পর তার হাউসস্টাফ হিসেবে জয়েনের কথা। তার বাবা জানান,গত পরশু শেষ কথা হয়েছে তার ছেলের সাথে। এই ঘটনায় বাকহীন তারা।
মৃতের মামা জানিয়েছেন, কারো সাথে শত্রুতার খবর তাদের কাছে ছিল না।এক সহপাঠী গ্রামে খবর দেন।ভোরে এসে তারা এই দৃশ্য দেখে হতবাক। তাদের দাবি এর তদন্ত হোক,আত্মহত্যা নয়।মামার দাবি ঘাড়ে আঘাতের চিহ্ন দেখেছেন তারা। তাদের সন্দেহ এটা পরিকল্পিত খুন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।