সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তার এক অসুস্থ বিজেপি কর্মী সোনালী গিরির সঙ্গে বুধবার দেখা করতে তার বাড়ি খোট্টাডিহি গিয়েছিলেন। জিতেন্দ্র বাবুর অভিযোগ এই সময়, টিএমসি সমর্থকরা জিতেন্দ্র তিওয়ারির নাম করে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। এমনকি সোনালী গিরির বাড়ির বাইরে স্লোগান দেয় এবং সোনালী গিরির বাড়িতেও পাথর ছোড়া হয়।
সোনালী গিরির সঙ্গে দেখা করার পর বেরিয়ে আসার সময় টিএমসি সমর্থকরা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে দুর্ব্যবহার করে বলে তিনি জানান। এমনকি একটি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যিনি ঘটনাস্থলে ঘটনার ছবি তুলছিলেন, তাকেও মারধোর করা হয় বলে সূত্র মারফৎ জানা যায়।মারের কারণে সাংবাদিক গুরুতর আহত হয় বলে স্থানীয় সূত্রের খবর।
এই বিষয়ে, প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, যে একজন ব্যক্তির খারাপ সময়ে তার মঙ্গল জানা কি অপরাধ? তিনি আরও বলেন ' যে যদি টিএমসির লোকেরা সত্যিই পাণ্ডবেশ্বরে জনস্বার্থে কাজ করে থাকে, তাহলে আমি পাণ্ডবেশ্বরে প্রবেশ করার সাথে সাথে তাদের মধ্যে ভয়ের পরিবেশ কেন সৃষ্টি হয়? স্বাধীন ভারতে যে কোন মানুষের যে কোন জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে। একজন নাগরিক হিসেবে আমি যে কোন জায়গায় আসতে পারি ।'
তিনি বলেন যে সোনালী গিরি সম্প্রতি টিউমারের অপারেশন করেছেন। আমি সোনালী গিরির বাড়িতে গিয়ে মানবিক ভাবে তার স্বাস্থ্যের খোঁজখবর নিলাম। এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ভুল। আমরা যে এখানে আসবো একদিন আগে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, তা সত্ত্বেও, পুলিশের উপস্থিতিতে, এই ধরনের নিন্দনীয় কাজটি টিএমসি -র লোকেরা করে। জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন যে 'ভয় দেখিয়ে আমাকে আটকানো যাবে না । আমি যখন খুশি আমার দলের কর্মীদের সাথে দেখা করতে পারি।'
অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, 'এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই।মানুষ তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ করে। এর সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই।'