তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- জুয়া খেলার প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ।
সোমবার ধৃত যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে রবিবার কাঁকসার ক্যানেল পাড় এলাকায় এলাকার বাসিন্দারা জুয়া খেলার প্রতিবাদ করায় অরুণ ঠাকুর নামের ওই যুবক এলাকাবাসীর ওপর চড়াও হয় বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
আরো পড়ুন :-পাশাপাশি এলাকার এক মহিলাকে মারধর করা ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ অরুণ ঠাকুর নামে ওই যুবককে গ্রেফতার করে এবং সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।