তনুশ্রী চৌধুরী,পানাগড় :- সিপিআইএমের কাঁকসা ১ ও ২ নম্বর এরিয়া কমিটি ও বাম শ্রমিক সংগঠনের উদ্যোগে একগুচ্ছ দাবিকে সামনে রেখে পানাগর বাজারের চৌমাথা মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো বামেদের।সোমবার বিকালে বামেদের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কাঁকসা এক নম্বর এরিয়া কমিটির সেক্রেটারি তথা বাম শ্রমিক সংগঠনের কনভেনার শেখ আব্দুর রহিম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীরেশ্বর মন্ডল সহ অন্যান্য কর্মী সমর্থকরা।
আরো পড়ুন :-বাম কর্মীরা জানিয়েছেন আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তাই আজকের দিনটি কে সামনে রেখে কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতি সেই নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি চলছে। রাজ্যের পাশাপাশি পানাগর বাজারেও তারা পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। এছাড়াও কৃষি আইনের বিরোধিতায় এদিন বিক্ষোভ দেখান বাম কর্মীরা।