নীলেশ দাস, আসানসোল :-আসানসোল পৌরনিগমের আশা কর্মীদের ওপরে মারধর করার অভিযোগে আসানসোল পৌরনিগমের দপ্তরে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। আসানসোলের মহিশীলা কলোনীর এক উপ স্বাস্থ্য কেন্দ্রে দুস্কৃতিদের আক্রমনে আহত হন কয়েকজন আশা কর্মী।
এই ঘটনা নিয়ে মঙ্গলবার আসানসোল পৌর পৌরনিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। আশা কর্মীদের বক্তব্য, গত সোমবার বিকেলে ওই উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। সেই সময় বেশ কিছু যুবকরা লাঠি রড নিয়ে আশা কর্মীদের ওপরে চড়াও হয় এবং তাদেরকে লাঠি নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করে আসানসোল পৌরনিগমের আশা কর্মীরা,তাদের আরো অভিযোগ,
আরো পড়ুন :-দুস্কৃতিরা ভ্যাকসিন শিবির বানচাল করার প্রচেষ্টা করেছিল এবং আশাকর্মীরা সরকারি স্বাস্থ্য কর্মী নয় বহিরাগত এই অভিযোগে তাদের মারধোর করা হয়। আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর কাছে তাদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান।