নিজস্ব প্রতিনিধি:- শাটার ভেঙে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভাঙার আগেই পুলিশের হাতে ধরা পড়লো চার ডাকাত।তাদের জিজ্ঞাসাবাদ করে আরোও একজনকে ধরে পুলিশ।পূর্ববর্ধমানের মেমারির সাহানুই সমবায় ব্যাঙ্কের রসুলপুর ব্যাঞ্চের ঘটনা।
মঙ্গলবার গভীর রাতে সমবায় ব্যাঙ্কে লুঠের চেষ্টা। হাতেনাতে ৫ দুষ্কৃতীকে ধরলো মেমারি থানার পুলিশ।মঙ্গলবার গভীর রাতে মেমারির রসুলপুরে সাহানুই এসকেইউএস সমবায় ব্যাঙ্কে হানা দেয় দুষ্কৃতী দলটি। সাটার ভেঙে ভিতরে ঢোকে তারা। ব্যাঙ্কের আধিকারিক মোবাইলে সিসি ক্যামেরার ফিড থেকে বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে তারা মেমারি থানায় বিষয়টি জানান।
ব্যাঙ্কের ভল্ট ভাঙার আগেই মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে ব্যাঙ্ক ঘিরে ফেলে পুলিশ।পুলিশ ভিতরে ঢুকে ৪ জনকে গ্রেপ্তার করে।পরে আরোও একজনকে গ্রেপ্তার করে পুলিশ ।বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান জানান, গভীর রাতে সমবায় ব্যাঙ্কে ডাকাতির জন্য হানা দিয়েছিল দুষ্কৃতী দলটি। পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের পাকড়াও করেছে।
ব্যাঙ্কের আধিকারিক পার্থ দে জানান,গ্রিল ও শাটার এর তালা ভাঙে ব্যাংকের ভিতরে ধরে ধৃতরা।সেই সময় তিনি মোবাইলে সিসি ক্যামেরার ফিড থেকে বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দিলে পুলিশ দ্রুত ব্যাংকে পৌছে তাদের কে হাতে নাতে ধরে ফেলে। ব্যাঙ্কের কিছু খোওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।মেমারি থানার পুলিশ তৎপরতার সাথে ডাকাতদলকে গ্রেপ্তার করে।ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।
