সংবাদদাতা, অন্ডাল :- তার মেরামতির কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পোল থেকে পড়ে মৃত্যু হল ইসিএলের এক ঠিকা কর্মীর । বুধবার ঘটনাটি ঘটে কাজোরা এরিয়ার লছিপুর কোলিয়ারির স্টাফ কলোনি এলাকায় । মৃতের নাম যোগিন্দর হেমরম (২৬) ।
স্থানীয় সূত্রে জানা যায় লছিপুর স্টাফ কলোনি আবাসন এলাকায় । পোলে চেপে বিদ্যুতের তার মেরামতির কাজ করছিলেন ইসিএলের ঠিকা কর্মী যোগিন্দর হেমরম ও আরো কয়েকজন সহকর্মী । সেসময় আচমকাই বিদ্যুৎপিষ্ট হয়ে যোগিন্দর হেমরম বিদ্যুতের পোল থেকে নিচে পড়ে যায় ।
সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর ইসিএলের গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা । তাদের অভিযোগ ইসিএলের বিদ্যুৎ সংযোগ ছাড়াও স্টেট লাইন সংযোগ রয়েছে এলাকায় ।
আরো পড়ুন:- শাটার ভেঙে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভাঙার আগেই পুলিশের হাতে ধরা পড়লো ৫ ডাকাত
কাজ করার সময় ইসিএলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা থাকলেও স্ট্রেট লাইনের সংযোগ চালু ছিল । ফলে এই দুর্ঘটনা বলে মত তাদের । ইসিএলের আধিকারিকরা ব্যাপারটি জানলেও কাজ করার সময় কর্মীদের এই বিষয়ে কেন সতর্ক করেনি সেই প্রশ্নে সরব হয়েছেন বাসিন্দারা । ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
