নীলেশ দাস,কুলটি:-
গতকাল রাত্রে কলকাতা থেকে বিহার গামী যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে আসানসোলের কুলটির কাছে বাস থেকে ব্যাগ বন্দি ৩০টি বোমা উদ্ধার হয়।পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কর্মীরা সূত্র মারফত খবর পেয়ে পানাগড় থেকে বাসটির পিছু নেয়। আটক করা হয় কয়েকজনকে। একই সাথে একটি চিরকুট কাগজ উদ্ধার হয়।যেই চিরকুট কাগজটিতে লেখা ছিল যে বোমাগুলি ঝাড়খণ্ডের সোফি মোহম্মদ ভাই নামে কারোর কাছে পাঠানো হচ্ছিলো।এছাড়া কলকাতার ২জন ব্যক্তির নামও লেখা আছে বলে জানাযায়।এবং একটি ৫সংখ্যার একটি কোড নম্বর রয়েছে। এবং ওই চিরকুট কাগজে ৩০টি বোমার যার প্রতিটি মূল্য ১০০০ টাকা করে অর্থাৎ ৩০টির দাম ৩০হাজার টাকা বলে জানান যায়
।
আরো পড়ুন:- বিদ্যুৎপিষ্ট হয়ে ঠিকা কর্মীর মৃত্যু
উদ্ধার হওয়া বোমা গুলি সি ۔আই ۔ডি বোম্বস্কোয়াড টিম ,দমকল এবং কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত লচছমনপুর গ্রামের ফাঁকা ময়দানে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।৩০টি বোমা ধাপে ধাপে নিষ্ক্রিয় করে সি ۔আই ۔ডি বোম্বস্কোয়াড টিম।