নিজস্ব প্রতিনিধি:- জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ।বুধবার জেলা পুলিশ সুপার দফতরে মোবাইল ফোনের মালিকরা প্রমাণ দেখিয়ে নিজের মোবাইল ফেরত নিয়ে যান।
আরো পড়ুন:- পানাগর এ দুর্ঘটনার কবলে পড়ল সেনার গাড়ি
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়,ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র,ডিআই, বি/ডিএসপি(ক্রাইম) বীরেন্দ্র কুমার পাঠক ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানান,জেলা থেকে মোট ৬৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে, তার মধ্যে এদিন ৩৬ জনকে প্রমান পত্র দেখে তাদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়।চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি মোবাইলের মালিকরা।