তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগর এ দুর্ঘটনার কবলে পড়ল একটি সেনার গাড়ি। পানাগর সেনা ছাউনি থেকে একটি জিপসি গাড়ি পানাগর আসার সময় পানাগর বাইপাসে দু নম্বর জাতীয় সড়কে রেল ব্রিজের ওপর, উল্টো দিক থেকে আসা একটি লরি প্রথমে সেনার গাড়িতে ধাক্কা মারে।
আরো পড়ুন:-হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ
সেনাবাহিনীর গাড়িটি রাস্তার ওপরে দাঁড়িয়ে পড়ার পর পিছন দিক থেকে আসা একটি দুর্গাপুর গামী লরি সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয় দুই সেনা জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। দুর্ঘটনার জেরে দুই নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর গ্রামীণ রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে।পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।