Type Here to Get Search Results !

এবার বর্ধমান পুরসভার পুর প্রশাসক মন্ডলীর সদস্য আইনুল হকের পুর প্রশাসক পদে নিযুক্তির বিরোধিতা করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী



নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান পুরসভার নবনিযুক্ত সহ পুর-প্রশাসক আইনুল হকের বিরুদ্ধে এবারে বোমা ফাটালেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষামন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজ বর্ধমানে একটি কর্মসূচিতে এসেছিলেন তিনি। সেখানেই আইনুল হকের বিরুদ্ধে দেওয়া তার একটা বিবৃতির ভিডিও ছড়িয়ে পড়েছে।মন্ত্রী আইনুল হকের পুর প্রশাসক পদে নিযুক্তির বিরোধিতা করেছেন।তিনি বলেছেন, 'আইনুল হকের গায়ে সিপিএমের বদরক্ত আছে।' তিনি এ ব্যাপারে দলীয় নেত্রী ও অভিষেক বন্দোপাধ্যায়ের দৃষ্টি  আকর্ষণ করেছেন।দলের ক্ষুব্ধ কর্মীদের সাথেও তার কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

প্রসঙ্গত, বর্ধমান পুরসভার অন্যতম প্রশাসক হিসেবে সদ্য নিয়োগ করা হয়েছে প্রাক্তন পুরপ্রধান আইনুল হককে।তার অপসারণের দাবিতে আজও তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠীর বিক্ষোভ অব্যাহত ছিল। আজও পুরসভার গেটে বিক্ষোভ দেখান শহরের বিধায়ক ও অন্যদের অনুগামীরা। তিনদিন ধরে দফায় দফায় এই বিক্ষোভ চলছে।

এ নিয়ে মন্ত্রীর  বক্তব্য, 'উনি সিপিএম থেকে  দলে এসেছেন।অনেক অত্যাচার অবিচার করেছেন ক্ষমতায় থাকার সময়ে। ওনাকে মেনে নিতে পুরনো কর্মীদের আপত্তি আছে।যারা পুরনো কর্মী তাদের ও তাদের পরিবারের উপর অনেক অত্যাচার ও অবিচার করেছেন উনি।ওনার গায়ে সি পি এমের বদরক্ত আছে। এইরকম লোক দলের মাথায় চেপে বসলে কর্মীদের পক্ষে হজম করা মুশকিল।' তিনি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন:- আইনুল হক কে অপসারণের দাবিতে বর্ধমান পুরসভায় আজও বিক্ষোভ অব্যাহত

তিনি বলেন, কর্মীদের ক্ষোভের কথা তার কানে এসেছে।তাদের সাথে সরাসরি কথাও হয়েছে। এই ব্যাপারটা বসে মিটিয়ে নেওয়া দরকার, অভিমত তার। এবিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, দল যাকে ভাল মনে করেছে তাকে পদে বসিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দোপাধ্যায় যাকেই দ্বায়িত্ব দেবে তাকে আমরা মেনে নেব। এবিষয়ে কারও ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমরা দলের সৈনিক,  দল যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad