নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান পুরসভার অন্যতম প্রশাসক হিসেবে সদ্য নিয়োগ করা হয়েছে প্রাক্তন পুরপ্রধান আইনুল হককে।তার অপসারণের দাবিতে আজও তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠীর বিক্ষোভ অব্যাহত। আজও পুরসভার গেটে বিক্ষোভ দেখান বিধায়ক ও অন্যদের অনুগামীরা।
আরো পড়ুন:- ফের সরকারি ১০২ অ্যাম্বুলেন্সে সাধারণ যাত্রী তুলে পুলিশের হাতে ধৃত এম্বুলেন্স চালক
তাদের বক্তব্য, উনি সিপিএম থেকে বিজেপি হয়ে সদ্য দলে এসেছেন।অনেক অত্যাচার অবিচার করেছেন ক্ষমতায় থাকার সময়ে। ওনাকে মেনে নেওয়া সম্ভব নয়। যতদিন না ওনাকে সরানো হবে বিক্ষোভ চলবে।