নীলেশ দাস,আসানসোল:- ভোটের সময় নির্বাচন তালিকায় নাম তোলা থেকে সংশোধন করতে এতদিন পর্যন্ত অফলাইনের উপরেই বেশি নির্ভরশীল ছিল সাধারণ মানুষেরা। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় সেই প্রক্রিয়াকে অফলাইনের পাশাপাশি অনলাইনেও নিয়ে আসে নির্বাচন কমিশন। যেখানে অনলাইনের মাধ্যমে ভোটার তালিকা নতুন নাম তোলা, নাম সংশোধন, সহ একাধিক কাজ কর্ম করা যায় ওই প্রক্রিয়া থেকে। আর এবার নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো নতুন অনলাইন এপ্লিকেশন ই- এপিক।
আর এই নিয়েই শনিবার এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির সভাগৃহে। মূলত পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এদিনের এই ই- এপিক বৈঠক। আর এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল, পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ জেলা শাসক অভিজিৎ সেভালে সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এদিন এবিষয়ে অতিরিক্তি জেলাশাসক সাধারণ অভিজিৎ সেভালে বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে ওটিপি প্রদান করলে ডাউনলোড করা যাবে একটি ই- এপিক কার্ড। আগামী দিনে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় চলবে এই ই- এপিক বৈঠকে প্রচার বলে এদিন জানায় জেলা প্রশাসনের আধিকারিকরা।