নীলেশ দাস,আসানসোল:- নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা বাদে বাড়ির অদূরে জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হলো এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত পাঁচগাছিয়া এলাকায়।যেখানে বুধবার রাত সাড়ে আটটার সময় বাড়ি থেকে খাবার খেয়ে ইসিএলের কর্মী আবাসনে ঘুমাতে গিয়েছিলেন ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী রঘুনন্দন মাহাতো।
বুধবার রাত্রে খাওয়া দাওয়ার পর আবাসনে ঘুমোতে যাওয়ার পর মধ্যরাত্রে বাথরুম করতে উঠলে জনাকয়েক লোক তার মুখ বেঁধে তাকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ ওই বৃদ্ধের। বৃহস্পতিবার দিনভর তল্লাশির পর কোন খোঁজ না মেলায় অবশেষে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে।
এরপরই শুক্রবার রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রের খবর এই ব্যক্তি টাকা লেনদেনের কারবার করত এবং সেই কারণে এই অপহরণের ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও বৃদ্ধ বাড়িতে ফিরে আসায় খুশির পরিবেশ এলাকায়।বলে জানা গিয়েছেন।