নীলেশ দাস,আসানসোল:-দুর্গাপুরের বিধান নগর থেকে সন্দ্বীপ রাও নামে এক ব্যক্তির বাড়িতে গত ৩১ জুলাই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। দুর্গাপুরের নিউ টাউন সিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তি। দুর্গাপুরের নিউ টাউন সিপ থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তের ভিত্তিতে দুষ্কৃতীকে গ্রেফতার করে।
সেই দুষ্কৃতীদের জেরা করে আরো দুজন সোনার দোকানের মালিক কে গ্রেফতার করে। কয়েকশো গ্রাম সোনা, রুপো উদ্ধার হয়, উদ্ধার হয় এল ইডি টিভি সহ একাধিক মোবাইল। বুধবার উদ্ধার হওয়া সমস্ত কিছু নিয়ে সাংবাদিক বৈঠক করে দুর্গাপুরের নিউ টাউন শিপ থানার পুলিশ।
উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখার্জি সহ দুর্গাপুরের নিউ টাউন সিপ থানার পুলিশ আধিকারিক বিজন সম্মাদার। তাদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় বুধবার। এই চক্রের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা পুরো ঘটনা খতিয়ে দেখেই তদন্ত চালাচ্ছে দুর্গাপুরের নিউ টাউন থানার পুলিশ।