সোমনাথ মুখার্জী,পাণ্ডবেস্বর:- বৃহস্পতিবার সকালে ৬০ জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর শোনপুর বাজারি মোড় সংলগ্ন এলাকায় একটি টোটোতে ধাক্কা মারে বোলেরো গাড়ি । এই ঘটনায় টোটোতে থাকা দুই পড়ুয়া ছিটকে পড়ে মাটিতে এবং অল্প বিস্তার চোট পায় । অল্পের জন্য প্রাণে বাঁচে দুই পড়ুয়া।
আরো পড়ুন :-এই দুর্ঘটনার জেরে টোটোর পশ্চাৎ ভাগ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় । পরপর ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । দুই পড়ুয়াকে উদ্ধার করে হরিপুরে একটি চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা করে দুই পড়ুয়াকে তাদের বাড়ি পৌঁছে দেয় বলে সূত্র মারফত খবর।