নিজস্ব প্রতিনিধি:- রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার ও মহিলা নির্যাতনের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনে বিজেপি মহিলা মোর্চা। শুক্রবার বিকেলে সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে এক মহিলা মিছিল বের হয় টাউন হল থেকে।সেখান থেকে প্রশাসনিক কেন্দ্রে যাবার মুখে কার্জন গেটের কাছে পুলিশ তাদের পথ আটকায়। এই নিয়ে বচসা চলে কিছুক্ষণ।ব্যারিকেড ধাক্কাধাক্কি হয়। এরপর পুলিশ মহিলা নেত্রীদের গ্রেপ্তার করে। সংগঠনের জেলা নেত্রী সৈয়দ সেরিনা জানান, রাজ্য জুড়ে নারী নির্যাতন,খুন ধর্ষণ চলছে।কোভিড ভ্যাক্সিন নিয়ে অনিয়ম চলছে। স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। এসবের প্রতিবাদে তাদের আন্দোলন জারি থাকবে।