ওয়েবডেস্ক:-মায়ের জন্মদিনের আবেগঘন শ্রীদেবী-কন্যা জাহ্নবী। মায়ের জন্মদিন উপলক্ষে ছোটবেলায় শ্রীদেবীর (Sridevi) সঙ্গে তোলা একটা ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে মাম্মা। তোমাকে খুব মিস করি। তোমার জন্যই তো সবকিছু, সব দিন, সব সময়। তোমায় খুব ভালোবাসি।’জাহ্নবী চিরকালই ‘মাম্মাস গার্ল’। সকালে উঠেই নাকি প্রথমে মায়ের মুখ দেখতেন। মা ছিল তাঁর সবচেয়ে কাছের বন্ধু। মা-কে ছাড়া বেশ কিছু বছর কাটিয়ে ফেলেছেন তিনি। কিন্তু হারানোর যন্ত্রণা যে এখনও একইরকম আছে তা বুঝিয়ে দিল জাহ্নবীর সোশ্যাল মিডিয়া পোস্ট। ২০১৮ সালে শ্রীদেবীর (Sridevi) অকাল মৃত্যু মেনে নিতে পারেনি গোটা দেশ।তারপর থেকে আমূল বদলে গিয়েছে জাহ্নবী কাপুরের (Janhvi kapoor)জীবনও। মায়ের মৃত্যুর পর জাহ্নবী বলেছিলেন, ‘আমি এখনও শকে আছি। মা চলে যাওয়ার ৩-৪ মাস কীভাবে কাটিয়েছি, মনে পড়ে না আমার।’ তবে, শ্রীদেবী মারা যাওয়ার পর বনি কাপুর আর খুশি ও জাহ্নবী-কে একপ্রকার আগলে রেখেছেন অর্জুন কাপুর। পুরনো ঝামেলা ভুলে দুই বোন-এর পাশে থেকেছেন।
২০১৮ সালে হঠাৎই মৃত্যু হয় শ্রীদেবীর। আজও শ্রীদেবীর মৃত্যু রহস্যে মোড়া। দুবাইয়ের (Dubai)হোটেলে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটে তার। শ্রীদেবীর মৃত্যুর খবরে আকাশ ভেঙে পড়েছিল অনুরাগীদের মাথায়। মায়ের সব সময়ের সঙ্গী জাহ্নবীকে একা রেখেই চিরঘুমে ডুব দিয়েছিলেন অভিনেত্রী। আজ বলিউড চাঁদনী ওরফে শ্রীদেবী বেঁচে থাকলে তাঁর বয়স হত ৫৮ বছর। শ্রীদেবী(Sridevi)নেই কিন্তু আছে তার স্মৃতি আছে তার অভিনয় করা সিনেমা। পুরনো স্মৃতির পাতা উলটেই মায়ের জন্মদিনের দিন আবেগঘন জাহ্নবী।