তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পাচিলের পিলারে ধাক্কা বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে কাঁকসার মোল্লা পাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক কাঁকসা মাধব মাঠের বাসিন্দা। রক্ত পরীক্ষার জন্য রক্ত দিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক রাস্তার ধারে পিলারে দিয়ে সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হয় ওই বাইক আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।