ওয়েব ডেস্ক ঃ- মঙ্গলবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরোধী নেতাদের নিয়ে ব্রেকফাস্ট বৈঠক করেন। নতুন কৃষি আইনের বিরুদ্ধে সংসদে তার 'সারপ্রাইজ ট্র্যাক্টর মিছিল' করার প্রায় এক সপ্তাহ পরে, পেট্রো-পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে প্রতিবাদ জানান। তিনি অন্যান্য সংসদ সদস্যদেরও এতে অংশগ্রহণের আহ্বান জানান।
রাহুল বলেন, 'সাইকেলে করে সংসদে পৌঁছে আমরা এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।' এ সময় আরো কিছু নেতাকে সাইকেল চালাতে দেখা যায়। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, এনসিপি -র সুপ্রিয়া সুলে, শিবসেনার সঞ্জয় রাউত এবং ডিএমকের কানিমোঝি, বিরোধী দলের এই সভায় অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন।
রাহুল গান্ধীর সভায় কংগ্রেস, এনসিপি, শিবসেনা, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআই (এম), সিপিআই, আইইউএমএল, আরএসপি, কেসিএম, জেএমএম, ন্যাশনাল কনফারেন্স, তৃণমূল কংগ্রেস এবং এলজেডি অংশ নিয়েছিল।কিন্তু আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাল না অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি।
আরো পড়ুন :-
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী ঐক্য আরও মজবুত করার কথাই বললেন রাহুল গান্ধী। তবে তারপরই দেখা গেল, বৈঠকে রাহুলের নির্দেশমতো দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে সোজা সাইকেল নিয়ে সংসদ ভবনের দিকে রওনা দেন সব বিরোধী সাংসদ।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে এভাবে সাইকেল মিছিলের পরিকল্পনা সাজিয়েছিলেন রাহুল গান্ধী নিজেই। আর বৈঠকে সেই পরিকল্পনা জানানো মাত্রই আর দেরি করেননি তাঁর সহযোদ্ধারা।সাইকেল চালালেন রাহুল নিজেও।