তনুশ্রী চৌধুরী,কাঁকসাঃ- মঙ্গলবার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৮০ জনকে করোনার প্রথম ডোজের কোভি শিল্ড টিকা দেওয়া হলো। উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যরা।কাঁকসার যে সমস্ত রেশন ডিলাররা রয়েছেন মূলত তাদের পরিবারের সদস্য দের এবং কাঁকসার একটি কারখানার শ্রমিকদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন দেওয়া হয়।একই সাথে কাঁকসার কয়েকজন বাসিন্দাকেও এদিন করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়। তবে এদিন ১৮থেকে সমস্ত বয়স্ক দের করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।