তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বছর ৪০ এর মৃত, মানসী সূত্রধরের বাড়ি কাঁকসার রথ তলায়। পরিবার সূত্রে জানা গেছে মৃত মানসী সূত্রধর গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
সোমবার গভীর রাত্রে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আরো পড়ুন :-এরপর কাঁকসা থানা পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।