নীলেশ দাস ,আসানসোল:-লোকসংস্কৃতির মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পের ঘোষণা। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে দুয়ারে সরকারের মাধ্যমে যেসমস্ত প্রকল্প মানুষদেরকে সুযোগসুবিধা দিতে চাইছে তা তুলে ধরেন।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলিতে বাউল এর মাধ্যমে শিল্পীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প তা জনসাধারণের কাছে তুলে ধরেন কখনো বাউল সংগীত কখনো আবার লোকসংগীত এর মাধ্যমে। কখনো আসানসোলে কোর্টমোড়,আবার কখনো পুলিশ লাইনে। আবার রবীন্দ্র ভবনের সামনে এই শিল্পীরা বাউল গান পরিবেশন করেন এবং সরকারের উন্নয়নমুখী যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেটাও গানের মাধ্যমে তুলে ধরেন।
লোকসংস্কৃতির মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পের ঘোষণা। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে দুয়ারে সরকারের মাধ্যমে যেসমস্ত প্রকল্প মানুষদেরকে সুযোগসুবিধা দিতে চাইছে। সেই বিষয়ে অবগত করতে এই প্রচার করা হয় লোকসংস্কৃতির মাধ্যমে। তাই এদিন রাজ্য সরকারের প্রকল্প পাশাপাশি দুয়ারে সরকার,লক্ষী ভান্ডারের প্রচার করেন বারাবনির লোকসংস্কৃতির বাউল শিল্পীরা।